transformation of sentences
আজকে শিখাবো কিভাবে superlative to positive করা হয়।
Example হিসেবে একটি বাক্য নিচ্ছি। industry is one of the greatest virtues. এখন এটাকে positive করব।
One of the থাকলে সব সময় positive করার সময় very few দিয়ে শুরু করতে হয়।
তাহলে করা যাক। very few virtues are as great as industry.
হয়ে গেল না। superlative থেকে positive করার সময় object very few এর পরে বসবে যেমন টা virtues এর সাথে হয়েছে। virtue এর সাথে s আছে বলে are হয়েছে। আর সাবজেক্ট হয়েছে অবজেক্ট এবং greatest হয়েছে great কারন great হল positive ফর্ম।
বন্ধুরা তুমরা বুঝেছ?